বাংলা৭১নিউজ, ঢাকা:
রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় পিকআপের ধাক্কায় নির্মল কান্তি মজুমদার (৬২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (৮ জুন) ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার তার মৃত্যু হয়।
মৃত নির্মল পিরোজপুর সদর উপজেলার জুউজ খোলা গ্রামের বাসিন্দা।
নির্মলের মেয়ে রুমা মজুমদার বলেন, তার বাবা বেশ কিছুদিন আগে দেশের বাড়ি থেকে যাত্রাবাড়ীর শনিরআখড়ার তার বাসায় বেড়াতে আসেন।
ভোরে বাসা থেকে হাঁটতে বের হন। যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় একটি পিকআপের ধাক্কায় আহত হন।
পথচারীরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করে।
ঢামেক পুলিশ বক্সেরর ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যততা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস