রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগে দাঁড়িয়ে থাকা সিএনজিচালিত অটোরিকশায় পিকআপ ভ্যানের ধাক্কায় চালকসহ দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- চালক আকবর হোসেন (৪০) ও যাত্রী মো. হাসান (৩০)। আজ সকাল সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এই ঘটনায় সোহেল (৩৫) নামের একজন জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এস আই) মো. আনোয়ার হোসেন জানান, যাত্রাবাড়ীর রায়েরবাগ ফুটওভার ব্রিজের নিচে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি সিএনজিকে দ্রুতগামী একটি পিকআপ ভ্যান ধাক্কা দেয়। এতে সিএনজিতে থাকা চালক মো. আকবর হোসেন (৪০), যাত্রী হাসান (৩০) ও সোহেল (৩৫) গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকবর ও হাসানকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় সোহেল নামের একজন চিকিৎসাধীন রয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
তিনি জানান, এই ঘটনায় পিকআপ ভ্যান চালক ও হেলপার থানায় পুলিশের হেফাজতে রয়েছে।
তিনি আরো জানান, নিহত আকবরের গ্রামের বাড়ি ভোলা জেলার লালমোহন থানায়। তার পিতার নাম আবুল কালাম। বর্তমানে যাত্রাবাড়ীর দক্ষিণ কুতুবখালী ২০৫ নম্বর বাসায় থাকতেন।
বাংলা৭১নিউজ/আরএম