বাংলা৭১নিউজ,বেনাপোল প্রতিনিধি: অভয়নগরের নওয়াপাড়ার পশুহাটে চলছে গরু-ছাগলের বেচাকেনা। করোনাভাইরাস আতঙ্কের মধ্যেও পশুহাটে জনসমাগম ঘটেছে। মঙ্গলবার দুপুরে নওয়াপাড়ার গরু হাটার পশুহাটে গিয়ে দেখা যায়, হাটে গরু-ছাগলের বেচাকেনা চলছে দেদারছে।
পশুহাটে গরু বিক্রি করতে আসা এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান- পশুহাটে নিষেধাজ্ঞা থাকলে গরু বিক্রি না করেই বাড়ি ফিরে যেতাম। পশুহাটের ইজারাদার আতিয়ার রহমান জানান- হাটে কয়েকটি মাত্র গরু-ছাগল এসেছে। লোকজনের ভীড় নেই বললেই চলে। এক প্রশ্নের উত্তরে তিনি জানান- সরকারি কোনো নিষেধাজ্ঞা আমরা পাইনি, নিষেধাজ্ঞা পেলে পশুহাট বন্ধ করে দেয়া হবে।
বিষয়টি সম্পর্কে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুর রহমান রিজভী জানান- এই মুহুর্তে পশুহাটে নয়, যে কোনো স্থানে জনসমাগম কম হওয়া শ্রেয়। জনসমাগম ঘটলেও সেখানে হাত ধোঁয়ার ব্যবস্থা অবশ্যই রাখতে হবে। জনগণকে মুখে মাস্ক ব্যবহার করে অবশ্যই তিনফুট দুরত্ব থেকে নিরাপদে থাকতে হবে।
এ ব্যাপারে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কেএম রফিকুল ইসলাম বলেন- বিষয়টি আমি এইমাত্র জানলাম। অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বাংলা৭১নিউজ/এমকে