যশোরের অভয়নগরে রকিব হত্যায় জড়িত সন্দেহে ‘চরমপন্থী ক্যাডার’ সোলায়মান মোল্লা জুয়েলকে (২৮) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
শনিবার বিকেলে ঢাকার সাভারের নিমেরটেক নামক স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী রবিবার ভোরে যশোরের অভয়নগর থেকে রকিব হত্যায় ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করে পুলিশ।
সোলায়মান মোল্লা জুয়েল খুলনার ফুলতলা উপজেলার জামিরা গ্রামের শাহজাহান মোল্লার ছেলে। তিনি নিষিদ্ধ চরমপন্থী সংগঠন নিউ কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য বলে জানিয়েছেন যশোর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি রূপণ কুমার সরকার।
গত বছর ১২ মে অভয়নগর উপজেলার দত্তগাতি গ্রামে রকিবুল ইসলাম নামে এক যুবককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ মামলার তদন্তের দায়িত্ব পাওয়ার পর ডিবি পুলিশ ছয় আসামিকে গ্রেফতার করে। তবে অন্যতম আসামি জুয়েল, রাজু ও সাগর পলাতক ছিল।
ডিবি ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাভার থেকে জুয়েলকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী রবিবার ভোরে অভয়নগরের দত্তগাতি গ্রামের পলাতক আসামি জিয়াউর রহমান জিয়ার বাড়ির গোয়ালঘর সংলগ্ন একটি কক্ষে বালির বস্তা থেকে একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়।
বাংলা৭১নিউজ/এসএইচ