বাংলা৭১নিউজ,বেনাপোল প্রতিনিধি: যশোরে সড়ক দূর্ঘটনায় মারা গেছে দু ’বোন। আজ সোমবার সকালে মনিরামপুর উপজেলার জামতলা নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।নিহতরা হচ্ছে , মোহনা খাতুন (১৫মাস) ও মৌ‘র (৭) এরা মনিরামপুর উপজেলার দেবীদাসপুর গ্রামের বিল্লাল সর্দারের মেয়ে।সড়ক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত দুই বোনের পিতা ইটভাটার শ্রমিক বিল্লাল সর্দার জানান, সে ও তার স্ত্রী আমেনা খাতুন মণিরামপুর উপজেলার দেবীদাসপুর গ্রামে পদ্মা ইটভাটায় কাজ করেন। তাদের দুই মেয়ে এবং এক ছেলে।
নিহতদের মা জাহানা বেগম সকালের দিকে তার দু মেয়েকে নিয়ে ঝিকরগাছা -মণিরামপুর সড়কের জামতলা নামক স্থানে গেলে পিকআপের ধাক্কায় ঘটনাস্থলে ১৫ মাসের শিশু মৌ মারা যায়. আহত অপর বোন মোহনাকে আশংকাজনক অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে তার মৃত্যু হয়।
মণিরামপুর থানার উপ-পরিদর্শক( এসআই) আব্দুর রহমান জানান, পিকআপের ধাক্কায় মোহনা ও মৌর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপমৃত মামলা হয়েছে। পিকআপটি জব্দ করা হয়েছে। চালক পলাতক আছে।
বাংলা৭১নিউজ/এসএইচ