বাংলা৭১নিউজ, যশোর : যশোরে সন্ত্রাসীদের দু’গ্রুপের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত (৩০) এক ব্যক্তি নিহত হয়েছেন।
আজকে ভোরে যশোর সদর উপজেলার পাঁচবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।
কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন জানান, বুধবার গভীর রাতে যশোর-মাগুরা মহাসড়কের যশোর সদর উপজেলার পাঁচবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় এলাকায় দু’দল সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষ হয়।
এ সময় পুলিশের একটি দল সেখানে উপস্থিত হয়। সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে অজ্ঞাত যুবককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হয়।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম আব্দুর রশিদ জানান, গুলিবিদ্ধ যুবককে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। তার মাথার ডানপাশে এক রাউন্ড গুলি লেগেছে।
ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটারগান, এক রাউন্ড গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এন