বাংলা৭১নিউজ,(যশোর)প্রতিনিধি: যশোরে ত্রাণের দাবিতে যশোর-বেনাপোল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কর্মহীন দরিদ্র নারী-পুরুষরা। সোমবার সকাল ১০টার দিকে যশোর শহরের রেলগেট এলাকায় এ বিক্ষোভ করেন তারা।
এ সময় তারা জীবন বাঁচাতে অবিলম্বে খাদ্য সহায়তার দাবি জানান। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনা ও পুলিশ সদস্যরা সহায়তার আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
খাদ্য সহায়তা না পাওয়া যশোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রেলগেট পশ্চিমপাড়ার বাসিন্দারা তারা অভিযোগ করেন, করোনার কারণে কর্মহীন হয়ে গেলেও এখন পর্যন্ত কোনো খাদ্য সহায়তা পাননি তারা। উপরন্তু এলাকার একটি মহল ত্রাণ দেয়ার নামে লক্ষাধিক টাকা চাঁদা আদায় করেছে। ওই টাকায় কোনো ত্রাণ কেনা হয়নি; বরং লুটপাট হয়েছে।
প্রায় এক ঘণ্টা ধরে বিক্ষোভ চলাকালে খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিপুল সংখ্যক সেনা ও পুলিশ ঘটনাস্থলে আসে। এরপর তারা মাইকিং করে সবাইকে ঘরে ফিরে যেতে অনুরোধ করেন। এরপরও বিক্ষোভকারীরা পিছু না হটলে তালিকা করে খাদ্য সহায়তা পৌঁছে দেবার আশ্বাস দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার) তানজিলা আকতার।
এদিকে ওই ওয়ার্ডের পৌর কাউন্সিলর হাবিবুর রহমান চাকলাদার মনি বলেন, ত্রাণ যৎসামান্য, সবাইকে একবারে দেয়া সম্ভব হচ্ছে না। পর্যায়ক্রমে সবাইকে দেয়া হবে।
তিনি আরও জানান, এ বিক্ষোভের পর জেলা প্রশাসক তাকে ডেকে পাঠান এবং ত্রাণ সমন্বয়ের ব্যাপারে আলোচনা হয়।
বাংলা৭১নিউজ/এফআর