টাকা ধার দেয়ার কথা বলে নিজ বাড়িতে ডেকে নিয়ে এক গৃহবধূকে (২৪) ধর্ষণ করায় ঘটনায় মামলা হয়েছে থানায় । ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে যশোরের চৌগাছার নারায়ণপুর ইউনিয়নের বাদেখানপুর গ্রামে। ধর্ষক মিজানুর রহমান (৫৫) ঘটনার পর থেকে বাড়ি ছেড়ে পালিয়েছে।
২ সন্তানের জননী ওই নারী মামলার অভিযোগে জানান, প্রতিবেশী মিজানুরের কাছে সমিতির কিস্তি দেওয়ার জন্য এক হাজার টাকা ধার চায় গৃহবধু। বিকেলের দিকে মোবাইল ফোনে কল দিয়ে তিনি টাকা নিতে তার বাড়িতে ডাকেন। সেখানে যাওয়ার পর ঘরের মধ্যে ডেকে অনেক টাকার প্রলোভন দেখিয়ে আমাকে কুপ্রস্তাব দেন।
রাজি না হওয়ায় ঘর থেকে বের হওয়ার চেষ্টা করলে ঘরের দরজা বন্ধ করে তাকে ধর্ষণ করে মিজানুর রহমান। ঘটনা জানাজানি হলে ওই গৃহবধুকে তার স্বামী বাড়িতে উঠতে দেননি। পরে তিনি তার মায়ের আশ্রয়ে থেকে পরদিন বৃহস্পতিবার চৌগাছায় থানায় মামলা করেন মিজানুরের বিরুদ্ধে।
চৌগাছা থানার ইনসপেক্টর (তদন্ত) গোলাম কিবরিয়া ধর্ষণের সত্যতা নিশ্চিত করে বলেন, ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে যশোর জেনারেল হাসপাতালে। অভিযুক্ত মিজানুরকে আটকের জোর চেস্টা চলছে।
বাংলা৭১নিউজ/পিকে