বাংলা৭১নিউজ, যশোর : যশোরে ‘গোলাগুলিতে’ জাহাঙ্গীর হোসেন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার রাতে শহরের খোলাডাঙ্গা এলাকায় দুই দল ডাকাতের মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটে।
জাহাঙ্গীর যশোর শহরের শানতলা এলাকার নওশের আলীর ছেলে। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, একটি গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস হোসেন বলেন, ‘রাতে পুলিশের কাছে খবর আসে- শহরের খোলাডাঙ্গা এলাকায় দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলি হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা পালিয়ে যায়। পরে সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় জাহাঙ্গীরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ।’
হাসপাতালের জরুরি বিভাগে ডাক্তার কল্লোল কুমার সাহা বলেন, জাহাঙ্গীরকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
বাংলা৭১নিউজ/এন