বাংলা৭১নিউজ, যশোর প্রতিনিধি: যশোরের শেখহাটি ও খোলাডাঙ্গায় কথিত ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হয়েছেন। নিহতরা মাদক বিক্রির সঙ্গে জড়িত দাবি করে পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য পাওয়া গেছে। তবে তাদের পরিচয় জানাতে পারেনি তারা।
কোতোয়ালি মডেল থানার ওসি একেএম আজমল হুদা জানান, রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে যশোর শহরতলির শেখহাটি ও খোলাডাঙ্গায় মাদক বিক্রেতারা নিজেদের মধ্যে গোলাগুলি করছে- এমন সংবাদ পায় পুলিশ।
খবর শুনেই পুলিশ ওই স্থান দুটিতে যায়। এ সময় শেখহাটির নওয়াব আলীর খেজুরবাগান নামক স্থান থেকে দুটি মরদেহ ও ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে খোলাডাঙ্গা মাঠের মধ্যে থেকে একটি মরদেহ ও শতাধিক ইয়াবা উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে দুটি পিস্তল ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।
যশোরের আড়াইশ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কল্লোল কুমার সাহা জানান, ভোর ৪টা ৫ মিনিটের দিকে যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক তরুণ কুমার গুলিবিদ্ধ একটি ও যশোর উপশহর ফাঁড়ির ইনচার্জ আব্দুর রহিম দুটি মৃতদেহ হাসপাতালে নিয়ে আসেন। তাদের মাথায় গুলিবিদ্ধ হওয়ায় চেহারা বিভৎস হয়ে গেছে বলে জানান এ চিকিৎসক। মরদেহ তিনটি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএস