ঢাকায় যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ক্বিরাত প্রতিযোগিতা এবং পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও নবী রাসূলগনের জীবনী শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক কানুতোষ মজুমদার, শাহীন মাহমুদ, মো. ইসমাইল হোসেন সিরাজী এবং স্বতন্ত্র পরিচালক মো. হুমায়ুন কবির খান, মো. আব্দুল জব্বার চৌধুরী, মো. আব্দুর রহমান সরকার ও এম মুর্শিদুল হক খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ। ব্যাংকের প্রধান কার্যালয় এবং ঢাকা শহর ও নিকটস্থ জেলার সকল শাখার কর্মকর্তা ও কর্মচারীসহ সারা দেশের সকল শাখার কর্মকর্তা ও কর্মচারীরা অনুষ্ঠানে স্বশরীরে ও ভার্চুয়ালী উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/এসএইচ