যমুনা ব্যাংক লিমিটেড এবং ফরাজী হাসপাতালের মধ্যে একটি পারস্পরিক সমঝোতা চুক্তি সই হয়েছে। মঙ্গলবার (২ মে) ঢাকায় যমুনা ব্যাংক কর্পোরেট ভবনে এই চুক্তি সই হয়।
যমুনা ব্যাংক লিমিটেডের পক্ষে ব্যংকটির উপ-ব্যবস্থাপনা পরিচালক এ কে এম আতিকুর রহমান এবং ফরাজী হাসপাতাল লিমিটেডের পক্ষে হাসপাতালের চেয়ারম্যান আনোয়ার ফরাজী ইমন চুক্তিতে সই করেন।
এই সমঝোতা স্মারকের অধীনে যমুনা ব্যাংকের সকল ক্রেডিট কার্ড হোল্ডার, কর্মচারী এবং পরিচালনা পর্ষদ ফরাজি হাসপাতালের সমস্ত ক্লিনিক্যাল প্যাথলজিতে ৩৫% পর্যন্ত ছাড় এবং ফরাজি ডেন্টাল হাসপাতালের পরিষেবা থেকে ৫০% পর্যন্ত ছাড় উপভোগ করবেন।
অনুষ্ঠানে যমুনা ব্যাংক ও ফরাজী হাসপাতাল লিমিটেড ঢাকার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/এসএইচ