যমুনা ব্যাংক লিমিটেড ও ভারতের বেঙ্গালুরুর অ্যাস্টার হাসপাতাল নিজেদের মধ্যে একটি চুক্তি সই করেছে। এই চুক্তির আওতায় যমুনা ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা অ্যাস্টার হাসপাতালে সব স্বাস্থ্য পরীক্ষায় ১০ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করবেন।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠানে উপস্থিত থেকে চুক্তিতে সই করেন যমুনা ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক এ কে এম আতিকুর রহমান এবং অ্যাস্টার হাসপাতালের পরিচালক ডা. রবি গোপাল ভার্মা।
যমুনা ব্যাংক ও অ্যাস্টার হাসপাতাল বেঙ্গালুরু, ভারতের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/এসএইচ