যমুনা ব্যাংকের ২২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জুন) সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে যমুনা ব্যাংকের প্রধান কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. সাইদুল ইসলাম। সভায় ব্যাংকের সব পরিচালক, স্বতন্ত্র পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং উল্ল্যেখযোগ্য শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।
সভায় সকল শেয়ারহোল্ডারদের ২০২২ সালের জন্য ১৭ দশমিক ৫ শতাংশ নগদ এবং ৮ দশমিক ৫ শতাংশ বোনাস লভ্যাংশ অনুমোদন করা হয়। এছাড়াও ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত বছরে ব্যাংকের নিরীক্ষিত বার্ষিক আর্থিক বিবরণী সভায় উত্থাপন করা হয় এবং শেয়ারহোল্ডাররা ব্যাংকের কার্যক্রমের ওপর তাদের মতামত ব্যক্ত করেন এবং নানাবিধ বিষয়ে প্রস্তাবনা পেশ করেন।
বাংলা৭১নিউজ/এসএম