বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৩:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মসজিদে ঢুকে ৩ ভাইকে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার অনুমতি ছাড়া সড়ক কাটাকাটি-খোঁড়াখুঁড়ি করলে ব্যবস্থা শাপলা চত্বর ম্যাসাকার, হাসিনা-বেনজিরসহ ৫ জনের নামে পরোয়ানা জারি ধর্ষণের বিরুদ্ধে নারী শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল, যুবকের বাধা বিএসএফের থেকে ২ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি টেস্ট ড্রাইভের নামে গাড়ি নিয়ে চম্পট, সতর্ক থাকার নির্দেশ বাধা উপক্ষে করে যমুনায় যাওয়ার চেষ্টা, পুলিশের জলকামান-লাঠিচার্জ যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপ করছে ইইউ কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ: ৩ জনের যাবজ্জীবন ধর্ষণচেষ্টার কারণে হাবীবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে খুন চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীর কাছে মিলল ৫০ লাখ টাকার সোনা এমবিবিএস-বিডিএস ডিগ্রি ছাড়া কেউ নামের আগে ডাক্তার লিখতে পারবে না যমুনায় যেতে পুলিশের বাধা, সড়কে শুয়ে পড়েছেন শিক্ষকরা সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য: ২০২৪ সালে বিশ্বের সবচেয়ে দূষিত দেশ চাদ ও বাংলাদেশ ৫ দফা দাবি আদায়ে চিকিৎসকদের মহাসমাবেশ ১৯ দেশের মিশন প্রধানদের ডেকেছে ইসি বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ধর্ষণের বিরুদ্ধে সরকার উদ্যোগ নিয়েছে : তথ্য উপদেষ্টা বলিউডে অভিষেক পাকিস্তানের অভিনেত্রী হানিয়ার

যমুনা অভিমুখে রওনা হওয়া শিক্ষকদের মিছিলে পুলিশের বাধা

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপলোড সময় মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে তার বাসভবন যমুনার উদ্দেশ্য রওনা হওয়া নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বাধা দিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। তবে বাঁধা দেওয়ার ঘটনায় পুলিশের পক্ষ থেকে কোনও লাঠিচার্জ করা হয়নি এবং কেউ আহত হননি।

সরেজমিনে শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, জাতীয় প্রেসক্লাবের সামনে বেশ কিছুদিন যাবৎ তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। তারই ধারাবাহিকতায় সকাল ১১টার মধ্যে শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা করিয়ে দেওয়ার কথা ছিল পুলিশের। কিন্তু সেই বিষয়ে কোনো ব্যবস্থা না নেওয়ায় তারা সরাসরি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সিদ্ধান্ত নেন এবং শিক্ষকরা মিলে যমুনার দিকে অগ্রসর হন।

আরও দেখা যায়, আগে থেকে কদম ফোয়ারা মোড়ে পুলিশের একটি জলকামান রাখা ছিল। প্রেসক্লাব থেকে কদম ফোয়ারার দিকে যেতে আগে থেকে অবস্থা নিয়েছিল পুলিশ। শিক্ষকরা কদম ফোয়ারার কাছাকাছি গেলে তাদের বাধা দেওয়া হয়। পরে পুলিশ মানববর্মণ তৈরি করে এবং বাঁশি বাজিয়ে তাদেরকে পিছু হটতে বাধ্য করে। পরে শিক্ষকরা আবার জাতীয় প্রেসক্লাবের সামনে এসে অবস্থান নেন।

হোসনে আরা বেগম নামে একজন শিক্ষক বলেন, শিক্ষকরা এখানে দীর্ঘদিন ধরে অবস্থান করছেন। সচিবালয়ের কিছু দুর্নীতিবাজ সচিবের কারণে আমাদের দাবি পূরণ হচ্ছে না। আগের শিক্ষা উপদেষ্টাকে সচিবরা ভুলভাল বুঝিয়েছে। এতে করে উপদেষ্টা কোনো কাজ করেননি। আমরা শিক্ষা উপদেষ্টার সঙ্গে অনেকবার দেখা করতে চেয়েছি। পরে উপদেষ্টার সহকারী সচিব আমাদের কথা শুনলেও, একমাস হয়ে গেছে কিন্তু কোনও কাজ করেননি।

তিনি বলেন, গত সেপ্টেম্বর মাসে আমরা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছি। প্রধান উপদেষ্টাকে পাঠানো স্মারকলিপি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পরবর্তী সময়ে মন্ত্রণালয়ের সচিবরা সেটি গোপন করেছেন।

আমাদের স্মারকলিপি শিক্ষা উপদেষ্টার কাছে দেননি। পরবর্তীতে বিভিন্ন মাধ্যম থেকে আমাদের স্মারকলিপির কথা শিক্ষা উপদেষ্টাকে জানানো হয়েছে। এরপরে শিক্ষা উপদেষ্টা আমাদের স্মারকলিপি দেখেছেন এবং আমাদের কাজ করা হবে বলে আশ্বস্ত করেছেন। পরে আর কোনোদিন শিক্ষা উপদেষ্টা আমাদেরকে ডাকেননি।

নন-এমপিও এই শিক্ষক বলেন, গতকালকে আমাদের শিক্ষকরা সচিবালয়ে যেতে চাইলে পুলিশ সেখানে বাঁধা দেয়। ওই সময় পুলিশ বলেছে, আজকে সকাল ১০-১১টার মধ্যে শিক্ষা উপদেষ্টাদের সঙ্গে আমাদের কথা বলিয়ে দেবেন। কিন্তু, এরকম কোনো কিছু করা হয়নি। সেজন্য আমরা র‍্যালি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যেতে চাইলে, কদম ফোয়ারার সামনে পুলিশ আমাদেরকে বাঁধা দেয়। এরপরে আমরা আবার প্রেসক্লাবের সামনে চলে আসি।

সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ মো. দবিরুল ইসলাম বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি একটি চলমান প্রক্রিয়া। প্রতি বছর এমপিওভুক্তির জন্য আবেদন নেওয়া হবে। কিন্তু দুঃখের বিষয় গত চার বছর কোনও আবেদন নেওয়া হয়নি। ২০২৫ সালে যদি আবেদন না নেওয়া হয় তাহলে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। কারণ, দীর্ঘ ২০-২৫ বছর ধরে বিনা বেতনে কেউ চাকরি করতে পারে না।

তিনি বলেন, আমরা মনে করি নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের সামাজিক মর্যাদা ও সীমাহীন কষ্টের কথা চিন্তা করা দরকার। সেজন্য, এমপিও নীতিমালা ২০২১-এর সব শর্ত বাতিল করে সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্ত করে শিক্ষকদের দীর্ঘদিনের দুঃখ দুর্দশার অবসান করতে হবে৷ 

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com