বাংলা৭১নিউজ,ডেস্ক: শুষ্ক মৌসুমে সিরাজগঞ্জে যমুনা নদীতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। জেলার এনায়েতপুরে বিলীন হচ্ছে বসতবাড়ি, ফসলি জমিসহ নানা স্থাপনা। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে এ জনপদের মানুষের। ভাঙনরোধে জরুরি পদক্ষেপ নিলেও স্থায়ী পরিকল্পনা নেই পানি উন্নয়ন বোর্ডের।
প্রতিনিয়ত ভাঙছে প্রমত্তা যমুনা। শুষ্ক মৌসুমে আগ্রাসী রুপ ধারণ করেছে নদীটি। ভাঙর দেখা দিয়েছে এনায়েতপুরের ব্রাহ্মণ গ্রাম, আরকান্দিসহ আশপাশের কয়েকটি গ্রামে। নদীর পূর্ব দিকে নতুন ক্যানেল তৈরি হওয়ায় স্রোত আঘাত হানছে পশ্চিম পাড়ের জনবসতি এলাকায়। এতে প্রায় তিন কিলোমিটার জুড়ে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন।
গেল দুই সপ্তাহের ভাঙনে এরইমধ্যে ঘর-বাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে শতাধিক পরিবার। হুমকির মুখে বহু স্থাপনা, আবাদি জমি ও বসতভিটা।
সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম বলেন, ভাঙনরোধে জরুরি ভিত্তিতে কাজ করা হচ্ছে।
ভাঙনরোধে প্রতিবছরই কোটি টাকা বরাদ্দ হয় এ জেলায়। তবু স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভ স্থানীয়দের মাঝে।
বাংলা৭১নিউজ/এইচএ