শনিবার, ০৬ জুলাই ২০২৪, ০২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন সিলেটে বন্যা, এইচএসসি পরীক্ষা নিয়ে সংশয় কাটছে না! পদ্মা সেতুর জন্য বাংলাদেশ বিশ্বে সম্মান পেয়েছে : প্রধানমন্ত্রী দাবার বোর্ডেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন গ্র্যান্ডমাস্টার জিয়া আটলান্টিকে নৌকাডুবি, ৮৯ অভিবাসীর মৃত্যু মার্টিনেজের নৈপুণ্যে ইকুয়েডরকে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা প্রধানমন্ত্রীর আগমনে পদ্মা পাড়ে উৎসবের আমেজ সকালে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫ ইরানে দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচন আজ যুক্তরাজ্যে নির্বাচনে টানা চতুর্থবার জিতলেন টিউলিপ সিদ্দিক এসসিও-র শীর্ষ সম্মেলনে নরেন্দ্র মোদী কেন গেলেন না? ব্রিটেনের নির্বাচন: লেবার পার্টির বিশাল জয়, সুনাকের পরাজয় প্রধানমন্ত্রীর সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় উত্তীর্ণ হবে ৬ ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা, নতুন কর্মসূচি ঘোষণা যুক্তরাজ্যের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩৪ প্রার্থী শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৩৮১তম সভা অনুষ্ঠিত রাজধানীতে ৯ কোটি টাকার খাসজমি উদ্ধার কাস্টমস কমিশনার এনামুলের ৯ কোটি টাকার সম্পত্তি ক্রোকের নির্দেশ ফেনীতে বেড়িবাঁধের ১০ স্থানে ভাঙন, ৪৬ গ্রাম প্লাবিত জুয়েলারি মেশিনারিজ প্রদর্শনীর উদ্বোধন করলেন বসুন্ধরা চেয়ারম্যান

যখন ডিফেন্স করা দরকার ছিল তখন ওরা মারতে গেছে, কী আর বলবো

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৯ বার পড়া হয়েছে

টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে সুপার এইটের ম্যাচে বাংলাদেশ দলের ব্যাটিং অ্যাপ্রোচ গ্রহণযোগ্য ছিল না বলে মন্তব্য করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। 

আজ মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বিসিবির কার্যালয়ে পরিচালনা পর্ষদের সভার পর এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি এবং যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান বলেন, কোচ ও ম্যানেজারের রিপোর্ট পাওয়ার পর এ নিয়ে দল-সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবেন তিনি।

সেমিফাইনালে যেতে জিততে হতো ১২.১ ওভারের মধ্যে। শেষ স্কোরিং শট বাউন্ডারি হলে সুযোগ ছিল আরও কয়েকটি বল। কিন্তু তৃতীয় ওভারে ২৩ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর কার্যত সেমিফাইনালের ওই সমীকরণ মেলানোর চেষ্টা আর তার দল করেনি বলে জানান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন। শেষ পর্যন্ত বাংলাদেশ সে ম্যাচে জিততেই পারেনি।

আজ প্রায় চার ঘণ্টার বোর্ড সভা শেষে সংবাদমাধ্যমের সামনে এসে ওই প্রসঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি। নাজমুল হাসানের মন্তব্য, ‘৩ উইকেট পড়ার পর জেতার চেষ্টা করেনি, এটা গ্রহণযোগ্য নয়।’ ওই ম্যাচ নিয়ে অসন্তুষ্ট বিসিবি সভাপতি পরে আবার বলেছেন, ‘১২ ওভার পর্যন্ত আমাদের লড়াই করা উচিত ছিল। দেখে মনে হয়েছে, যখন মারার দরকার ছিল, তখন ওরা ডিফেন্স করেছে; যখন ডিফেন্স করা দরকার ছিল, তখন মারতে গেছে। কী আর বলব!’

সব মিলিয়ে বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স বিসিবির কাছে মিশ্র অনুভূতির। বোর্ড সভাপতির মতে, গ্রুপ পর্বে তিন ম্যাচ জিতে সুপার এইটে ওঠাটা সন্তোষজনক হলেও এরপর বাংলাদেশ দলের পারফরম্যান্স ছিল হতাশাজনক। তবে রিশাদ হোসেন, তানজিম হাসান, তাওহিদ হৃদয়দের পারফরম্যান্সে তিনি খুশি। আবার সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, লিটন দাসদের মতো অভিজ্ঞরা যে সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে পারেননি, তা নিয়ে হতাশও।

নাজমুল হাসানের মতে, অভিজ্ঞ ও তরুণদের সমন্বয়ে গড়া বিশ্বকাপ দলটি ছিল ‘ঝুঁকিপূর্ণ’। তাদের আশা ছিল, দলের অভিজ্ঞ ক্রিকেটাররা কঠিন সময়টা পার করে দেবেন। কিন্তু সে আশা
 পূরণ হয়নি। সংবাদ সম্মেলনে সিনিয়র ক্রিকেটারদের অবসর প্রসঙ্গও চলে আসে। এ প্রসঙ্গে নাজমুলের কথা, যা হবে সেটি পারস্পরিক আলোচনার ভিত্তিতেই হবে। যারা বাংলাদেশ ক্রিকেটকে এ পর্যায়ে নিয়ে এসেছেন, তাদের অসম্মান করতে চায় না বিসিবি। তা ছাড়া নাজমুল হাসানের বিশ্বাস, অভিজ্ঞদের এখনো বাংলাদেশের ক্রিকেটকে কিছু দেওয়ার আছে।

সংবাদ মাধ্যমে আলোচনায় এসেছে ভারতের বিপক্ষে ম্যাচে তাসকিন আহমেদের না থাকার প্রসঙ্গও। ঘুম থেকে দেরিতে ওঠার কারণে বাংলাদেশ দলের সহ-অধিনায়ক টিম বাস মিস করেছিলেন বলে খবর। নাজমুল সেটি নিশ্চিত করে বলেছেন, বিশ্বকাপের সময়ই এ ব্যাপারে শুনেছেন তিনি। কোচ-ম্যানেজারের রিপোর্ট দেখে এ ব্যাপারে করণীয় ঠিক করবেন। কথা বলবেন তাসকিনের সঙ্গেও।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেটারদের উদ্দেশে ব্যক্তিগত আক্রমণ করার প্রবণতা বিসিবির নজরে এসেছে। এখন থেকে এসবের বিরুদ্ধে বিসিবি কঠোর অবস্থান নেবে বলেও জানান নাজমুল।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com