বাংলা৭১নিউজ, মো. আতিকুল্লাহ, গফরগাঁও(ময়মনসিংহ) প্রতিনিধি: বুধবার ময়মনসিংহ -১০ (গফরগাঁ ) আসন থেকে মনোনয়ন পত্রের জমা দেয়ার শেষ দিনে এ রির্পোট লেখা পর্যন্ত ১জন আওয়ামী লীগ, বিএনপি ২জনসহ মোট ৬জন গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটানিং অফিসার কাজী মাহবুব -উর- রহমানের নিকট মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
এরা হলেন ঃ বর্তমান এমপি ফাহমী গোলন্দাজ বাবেল (আঃলীগ) , এবি সিদ্দিকুর রহমান (বিএনপি) , আক্তারুজ্জামান (বিএনপি ) , মজিবুর রহমান (জাতীয়পার্টি) , মোঃ দ্বীন ইসলাম (গণফ্রন্ট) , ও মোঃ জয়নুল আবেদীন (ইসলামী আন্দোলন বাংলাদেশ) ।
বাংলা৭১নিউজ/জেএস