ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে একজন এবং উপসর্গ নিয়ে মারা যান পাঁচজন।
বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।
উপসর্গ নিয়ে মৃতরা হলেন-ময়মনসিংহ সদরের আনোয়ারা বেগম (৭৫), ফুলপুরের আজিজুর রহমান (৮০), মুক্তাগাছার শামসুল হক (৪০), গাজীপুর শ্রীপুরের আব্দুল বারেক (৬৫), নেত্রকোনা সদরের হাসান মিয়া (৭০) এবং করোনায় মৃত ব্যক্তি হলেন, জামালপুর মেলান্দহের মাস্টার (৫০)।
ডা. মহিউদ্দিন খান মুন জানান, আইসিইউতে ৯ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ১০৫ জন রোগী চিকিৎসাধীন আছেন। গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ৩৯ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন।
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৩১৫টি নমুনা পরীক্ষা করে ১৩ জন করোনা শনাক্ত হয়েছেন।
বাংলা৭১নিউজ/বিএফ