ময়মনসিংহের হালুয়াঘাটে হাতির পায়ে পিষ্ট হয়ে সাইফুল ইসলাম (৩৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার (৪ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার মহিশলাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম ওই গ্রামের আব্দুল হালিমের ছেলে।
হালুয়াঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ঘটনার দিন রাতে সাইফুল ইসলাম তার পেঁয়াজক্ষেতে সেচ দিতে যান। এসময় একদল ভারতীয় হাতি সীমান্ত পেরিয়ে এসে সবজিক্ষেত নষ্ট করা শুরু করে। পরে হাতি তাড়াতে গ্রামের লোকজন জড়ো হন।
তারা হাতি তাড়াতে গেলে উল্টো হাতি তাদের তাড়া করে। এসময় সবাই হাতির আক্রমণ থেকে সবাই রক্ষা পেলেও সাইফুল ইসলাম ব্যর্থ হন। তাকে পায়ে পিষ্ট করে হাতি। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে হাতি চলে গেলে স্থানীয়রা সাইফুল ইসলামের মরদেহ উদ্ধার করেন।
এসআই আমিনুল ইসলাম বলেন, ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলা৭১নিউজ/এসএস