ময়মনসিংহে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনে ছয়জন দগ্ধ হয়েছেন। শনিবার (২৬ আগস্ট) বিকেল ৩টার দিকে শহরের শানকিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন, বাসার মালিক নুরুল ইসলাম (৭৩), তার নাতি নুরুল ইসলাম (৭) ও বাসায় কাজের শ্রমিক সোয়েব মাহমুদ (৪০), বিল্লাল হোসেন (৩২), প্রান্ত (৩০) ও সাদ্দাম (৩০)।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, বাসাটি নতুন, নুরুল ইসলাম বাসার দ্বিতীয় তলার একটি রুমে উঠার প্রস্তুতি নিচ্ছিলেন। বাসায় সিলিন্ডার গ্যাস নিয়ে চুলায় সংযোগ দিয়ে আগুন জ্বালানোর সময় লিকেজ থেকে আগুন ধরে যায়। এতে চার চার শ্রমিকসহ ছয়জন দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
বাংলা৭১নিউজ/এসএকে