বাংলা৭১নিউজ, ময়মনসিংহ : ময়মনসিংহে মেহেদী হাসান রবিন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শহরের হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজের ভেতরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জীবন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পূর্ববিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ ধারণা করছে।
কোতোয়ালি থানার অফিসার ইনচর্জ (ওসি) কামরুল ইসলাম বলেন, শুক্রবার রাত ৯টার দিকে শহরের হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজের ভেতরে দুর্বৃত্তরা মেহেদী হাসান রবিনকে কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় রবিনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, হত্যায় জড়িত সন্দেহে জীবন নামে এক যুবককে আটক করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এন