বাংলা৭১নিউজ,(ময়মনসিংহ)প্রতিনিধি: ঈশা খাঁ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে ময়মনসিংহের সঙ্গে ভৈরব, মোহনগঞ্জ এবং জারিয়ার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। রোববার বেলা ১১টার দিকে ময়মনসিংহ শহরের বাগমারা এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। এ সময় ট্রেনের ইঞ্জিন বদল করা হচ্ছিল।
ময়মনসিংহ স্টেশনের সুপারিনটেনডেন্ট জহুরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় কেউ হতাহত হননি।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে কেওয়াখালী লোকো সেড থেকে রিলিফ ট্রেন (উদ্ধারকারী ট্রেন) ঘটনাস্থলে পোঁছে উদ্ধার কাজ শুরু করেছে।
স্টেশন সুপারিনটেনডেন্ট জহুরুল ইসলাম আরও বলেন, আশা করা হচ্ছে এক ঘণ্টার মধ্যেই উদ্ধার কাজ শেষে এই রুটে ট্রেন চলাচল পুনরায় শুরু করা যাবে।
বাংলা৭১নিউজ/এমএস