বাংলা৭১নিউজ, ময়মনসিংহ : ময়মনসিংহ শহরে বখাটেদের ছুরিকাঘাতে রাশেদুজ্জামান লিয়ন (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
আজ সকাল সাড়ে ৯টার দিকে শহরের কেওয়াটখালী রেলওয়ে স্কুলের মাঠের পাশে এ ঘটনা ঘটে।
লিয়ন ময়মনসিংহ পৌরসভার বাইপাস এলাকার মালয়েশিয়া প্রবাসী আকতারুজ্জামানের ছেলে ও কেওয়াটখালী রেলওয়ে স্কুলের নবম শ্রেণির ছাত্র।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বলেন, ‘সকাল সাড়ে ৯টার দিকে স্কুলের মাঠের পাশেই বখাটেরা লিয়নকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।’
অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম বলেন, ‘হত্যার কারণ জানা যায়নি।’
বাংলা৭১নিউজ/এম