বাংলা৭১নিউজ,(ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে দুই দিনের ব্যবধানে একই স্থানে ফের ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। গত বুধবার (১৫ জানুয়ারি) রাতে বিজয় এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার পর শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে একই স্থানে আরেকটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে।
গৌরীপুর রেলওয়ে স্টেশনের মাস্টার আব্দুর রশিদ জানান, চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী একটি মালবাহী ট্রেন গৌরীপুর স্টেশনে প্রবেশের সময় ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনার পর থেকে ময়মনসিংহের সঙ্গে ভৈরব ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বিজয় এক্সপ্রেস, ভৈরব লোকালসহ অন্যান্য ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে।
দুর্ঘটনাকবলিত ট্রেনটিকে উদ্ধারের জন্য ময়মনসিংহ থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে রওনা দিয়েছে বলেও জানান তিনি।
বাংলা৭১নিউজ/এমএস