বাংলা৭১নিউজ,(ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ট্রাকের ধাক্কায় দুই অটোরিকশা আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন পাঁচজন।
রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নতুনবাজারের গন্দফপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
মুক্তাগাছা থানার ওসি মো. আলী মাহমুদ জানান, ট্রাক ময়মনসিংহ থেকে মুক্তগাছার দিকে যাচ্ছিল। উপজেলার নতুনবাজারের গন্দফপুর এলাকায় বিপরীতমুখী একটি অটোরিকশাকে ওই ট্রাকটি ধাক্কা দেয়।
এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
বাংলা৭১নিউজ/এমএস