ময়মনসিংহের তারাকান্দা উপজেলার প্রবীণ সাংবাদিক এম এ কাশেম সরকার (৭২) আর নেই।
সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে নগরীর নেক্সাস হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইল্লাহি রাজিউন)।
এমএ কাশেম সরকার ফুলপুর ও তারাকান্দা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি দীর্ঘদিন যাবত দৈনিক সংবাদ পত্রিকায় উপজেলা প্রতিনিধি হিসাবে কাজ করে আসছিলেন।
তারাকান্দা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান মিলন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দীর্ঘদিন যাবত তিনি শ্বাসকষ্ট ও হার্টের সমস্যায় ভূগছিলেন। সম্প্রতি তিনি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেন। ঘটনার দিন সকালে তার অবস্থার অবনতি হলে তাকে নগরীর নেক্সাস হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে উপজেলা প্রশাসনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক জানিয়েছেন।
বাংলা৭১নিউজ/এসএইচ