বাংলা৭১নিউজ, ডেস্ক: মাঠে অভিনয়ের জন্য পর্তুগালের তারকা ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো আর ডিফেন্ডার পেপের সমালোচনা করেছেন আইসল্যান্ডের কোচ লর্স লগেরবেক।
মাঠে অভিনয় করার জন্য প্রায়ই সমালোচনার মুখে পড়েন রিয়াল মাদ্রিদের এই দুই খেলোয়াড়। গত মাসে মিলানের সান সিরোতে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে অভিনয়ের জন্য পেপের সমালোচনা হয়।
লগেরবেক বলেন, ‘পর্তুগাল রোনালদোর মধ্যে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়কে পেয়েছে। কিন্তু সে অসাধারণ এক অভিনেতাও’।
চ্যাম্পিয়ন্স লিগে পেপের অভিনয় নিয়ে লগেরবেক বলেন, ‘অ্যাথলেটিকোর বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আমরা আরেকটা পারফরম্যান্স দেখেছি একজনের কাছ থেকে, যে হলিউডে থাকতে পারত’।
‘আমি পেপের কথা বলছি। আপনারা ক্লিপগুলো দেখতে পারেন…আমার কাছে এটা সত্যি উঁচু মানের অভিনয়। কিন্তু আমি জানি না, হলিউডে তাদের চাহিদা কেমন’।
ফ্রান্সের সাঁতে ইচেনায় বাংলাদেশ সময় আজ মঙ্গলবার রাত ১টায় পর্তুগালের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আইসল্যান্ডের ইউরো ২০১৬ অভিযান।
বাংলা৭১নিউজ/সিএইস