রবিবার, ০৫ মে ২০২৪, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ ছয় মাসে রাজস্ব আহরণ বেড়েছে ১৩.৯ শতাংশ: অর্থমন্ত্রী সোনার দাম আরও বাড়লো ব্যর্থতা ঝেড়ে বিশ্বকাপ রঙিন করার প্রত্যাশা জ্যোতির পালিয়ে বাংলাদেশে এলেন আরও ৮৮ বিজিপি সদস্য এবি ব্যাংক পিএলসি যশোরে স্মার্ট কার্ডে নারী উদ্যোক্তা ঋণ স্মরণে বঙ্গবন্ধু ঢাকায় আইওএম মহাপরিচালক অ্যামি পোপে তীব্র তাপপ্রবাহের পর হবিগঞ্জে ঝড়-শিলাবৃষ্টি গুচ্ছের বি ইউনিটের ফল প্রকাশ তাপপ্রবাহ এবারই শেষ নয়, প্রস্তুতি শুরুর পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর হাওরের প্রায় শতভাগ বোরো ধান কাটা শেষ ২৪ ঘণ্টায়ও নেভেনি সুন্দরবনের আগুন, সময় লাগবে ২-৩ দিন যুক্তরাষ্ট্র থেকে দেশে দেশে ছড়িয়ে পড়ছে ইসরায়েলবিরোধী বিক্ষোভ সরকারি সফরে অস্ট্রেলিয়া গেলেন বিমান বাহিনী প্রধান সরকার তৃণমূল মানুষের উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে : প্রতিমন্ত্রী সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে ক্র্যাবের মানববন্ধন উপজেলা নির্বাচনও বর্জন করুন: রিজভী গ্যাস পাচ্ছেন গোপালগঞ্জবাসী অপারেশনের নামে হাত-পা কেটে পৈশাচিক আনন্দ পেতেন মিল্টন সমাদ্দার আশ্রমকাণ্ডে দায় এড়াতে পারেন না মিল্টনের স্ত্রী

মৌলভীবাজারে নতুন এলাকা প্লাবিত, বন্যা পরিস্থিতির অবনতি

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ১৬ জুন, ২০১৮
  • ৫৬৪ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, মৌলভীবাজার প্রতিনিধি: মনু নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে সৃষ্ট বন্যায় মৌলভীবাজারের কুলাউড়া ও রাজনগর উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিক হচ্ছে। ঢলের পানি হাকালুকি ও কাউয়াদিঘী হাওরে গিয়ে পড়ায় হাওরের পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। ফলে সার্বিক বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতির আশঙ্কা রয়েছে।

এদিকে ১৫ জুন থেকে কুলাউড়া ও রাজনগর উপজেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। শনিবার ১৬ জুন সেনাবাহিনীর উপস্থিতিতে বানভাসি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

মনু নদীর ভাঙনগুলো দিয়ে ১৩ জুন থেকে শনিবার বিকেল পর্যন্ত প্রচন্ড বেগে লোকালয়ে পানি প্রবেশ করেছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বিজয় ইন্দ্র শংকর জানান, মনু নদীর পানি এখনও বিপদ সীমার ১৬৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টিপাত না কমলে শুধু মনু নদীর ভাঙন কবলিত এলাকার পরিস্থিতিসহ সার্বিক বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতির আশঙ্কা রয়েছে।

এদিকে মনু নদীর রাজনগর উপজেলায় ওয়াপদা এলাকায় সৃষ্ট ভাঙনে মনসুর নগর ইউনিয়ন শতভাগ বন্যা কবলিত হয়ে পড়েছে। তাছাড়া কুলাউড়া উপজেলায় নতুন কোন ভাঙন সৃষ্টি না হলেও বন্যার পানিতে নতুন করে আরও দুটি ইউনিয়ন রাউৎগাঁও ও ব্রাহ্মণবাজার প্লাবিত হয়েছে।

ব্রাহ্মণবাজার ইউনিয়নের চেয়ারম্যান মমদুদ হোসেন জানান, ঢলের পানিতে ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ায় ৩টি বন্যা আশ্রয় কেন্দ্রে শতাধিক পরিবার অবস্থান করছে।

রাউৎঘাঁও ইউনিয়নের চেয়ারম্যান জানান, কমলা টিলা এলাকায় সৃষ্ট ভাঙনের পানি পৃথিপাশা ইউনিয়ন প্লাবিত হয়ে রাউৎগাঁও ইউনিয়নকে প্লাবিত করছে। ভাঙনের পানিতে ২০-২৫টি ঘর বিধ্বস্থ হয়েছে। সাড়ে ৩শ’ পরিবার পানিবন্দি আছে। ইউনিয়নের গ্রামগুলোর মধ্যে বনগাঁও, আব্দা, হুতারকান্দি, তিলাশীজুরা, নর্তনের একাংশ, শ্রীরামপুর, মইষাজুড়ী এবং কৌলার একাংশ ক্ষতিগ্রস্থ হয়েছে।

কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার চৌ. মো. গোলাম রাব্বি জানান, বৃহস্পতিবার থেকে ক্যাপ্টেন আয়াজ এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল দুর্গত এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছে। তাদের উপস্থিতিতে শনিবার অর্থাৎ ঈদের দিন ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন কুলাউড়ার থেকে নির্বাচিত আব্দুল মতিন এমপি।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com