ব্রিটেনের স্থানীয় সরকার নির্বাচনে মৌলভীবাজার জেলার ১৫ জন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। শুক্রবার (৬ মে) এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
বিজয়ীদের অভিনন্দন জানিয়ে ফলাফল নিশ্চত করেছেন মৌলভীবাজারের প্রবাসী আপেল রহমান।
নির্বাচিতরা হলেন, নিউহাম কাউন্সিল থেকে বর্তমান কাউন্সিলর কুলাউড়ার সন্তান মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুজিবুর রহমান জসিম, বেকটন ওয়ার্ড থেকে মুজিবুর রহমান জসিমের স্ত্রী তিনবারের সাবেক কাউন্সিলর রহিমা রহমান, ইজলিংটন কাউন্সিল থেকে সাবেক মেয়র মৌলভীবাজার সদর উপজেলার জিলানী চৌধুরী, ক্যামডেন থেকে নাদিয়া শাহ, কার্ডিফ সিটি কাউন্সিল থেকে শহরের মুসলিম কোয়ার্টারের সালেহ আহমদ, লন্ডনের বার্কিং ও ডেগেনহাম কাউন্সিল থেকে সদর উপজেলার সন্তান মৌলভীবাজারের খ্যাতিমান শিশু সংগঠক মুহিবুল আলম চৌধুরী, হ্যান্সলো থেকে মুজিবুর রহমান জুন, রেডব্রিজ কাউন্সিল থেকে বর্তমান কাউন্সিলর রাজনগর উপজেলার পুস্পিতা গুপ্ত, সদর উপজেলার সন্তান ও বড়লেখার পুত্রবধূ সাঈদা চৌধুরী, হ্যারো এলাকা থেকে শ্রীমঙ্গলের শাহানিয়া চৌধুরী জেরিন নির্বাচিত হয়েছেন।
কার্ডিফ থেকে পুনর্নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য মো. ফিরুজের মেয়ে বাবলিন মল্লিক ও জেসমিন চৌধুরী। বাবলিন ও জেসমিন আপন দুই বোন।
আরও নির্বাচিত হয়েছেন কেমডেন থেকে শাহ মিয়া, শাহিন আহমেদ, রেডব্রিজ থেকে জোছনা ইসলাম।
আপেল রহমান বলেন, তাদের হাত ধরে দেশ ও প্রবাসে যেন আরও সম্মানিত হয় আমাদের মৌলভীবাজার।
বাংলা৭১নিউজ/এসএইচ