রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি রিভলবার, ম্যাগাজিনসহ ১টি পিস্তল ও বিভিন্ন বোরের ৩৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় মোহাম্মদপুর থানা পুলিশ এসব অস্ত্র-গুলি উদ্ধার করে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
উপ-কমিশনার জানান, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে একজন পথচারি মোহাম্মদপুর থানা ভবনের সামনে দিয়ে যাওয়ার সময় ফুটপাতে একটি পরিত্যক্ত বাজারের ব্যাগ দেখতে পান। তিনি ওই ব্যাগ মোহাম্মদপুর থানায় নিয়ে আসেন।
পুলিশ ব্যাগ খুলে সেখান থেকে ১টি রিভলবার, ম্যাগজিনসহ ১টি পিস্তল, বিভিন্ন বোরের ৩৭ রাউন্ড গুলি, ১টি হ্যান্ড মাইক ও ছোট ১টি সিগনাল লাইট উদ্ধার করে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলা৭১নিউজ/এসএকে