জাল জুডিশিয়াল ও নন-জুডিশিয়াল স্ট্যাম্প বিক্রি চক্রের মূলহোতা মো. ফাহাদকে (৩৮) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ জাল রাজস্ব স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে।
সোমবার (৪ মার্চ) রাতে র্যাব-২ এর একটি দল রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
এ সময় তার কাছ থেকে ৩০০টি ১০০ টাকা মূল্যের জাল রাজস্ব স্ট্যাম্প, একটি মোবাইল ফোন ও নগদ ১৩ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি শিহাব করিম জানান, সম্প্রতি র্যাব-২ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, একটি চক্র দীর্ঘদিন ধরে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অধিক লাভের আশায় জাল জুডিশিয়াল স্ট্যাম্প, নন-জুডিশিয়াল স্ট্যাম্প ও রাজস্ব স্ট্যাম্প, প্রতারণামূলকভাবে সাধারণ জনগণের কাছে বিক্রি করে আসছে।
এরই ধারাবাহিকতায় রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে অবৈধ জাল জুডিশিয়াল ও নন-জুডিশিয়াল স্ট্যাম্প, জাল রাজস্ব স্ট্যাম্প বিক্রয় চক্রের মূলহোতা ফাহাদকে গ্রেপ্তার করা হয়।
প্রাথামিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ফাহাদ অবৈধ জাল জুডিশিয়াল, নন-জুডিশিয়াল স্ট্যাম্প ও জাল রাজস্ব স্ট্যাম্প বিক্রি চক্রের সংঘবদ্ধ সদস্য। তিনি রাজধানীর বিভিন্ন এলাকা থেকে স্বল্পমূল্যে অবৈধ জাল জুডিশিয়াল ও নন-জুডিশিয়াল স্ট্যাম্প, জাল রাজস্ব স্ট্যাম্প ক্রয় করে তা ব্যবসায়িক ও আর্থিক প্রতিষ্ঠানে ঢাকার আশপাশ এলাকায় বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলা৭১নিউজ/এসএইচ