রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে ভয়ংকর মাদক ক্রিস্টাল মেথ (আইস) ও ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতাররা হলেন— রুবেল খান ও সুজন হাওলাদার ওরফে পানি সুজন।
শনিবার (১০ সেপ্টেম্বর) মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) শেখ মো. কামরুজ্জামান এ তথ্য জানান।
শেখ কামরুজ্জামান বলেন, মাদক বিক্রির জন্য মোহাম্মদপুর থানার বসিলা মডেল টাউন এলাকায় দুইজন কারবারি অবস্থান করছেন-এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে পালানোর চেষ্টা করলে ৫০ গ্রাম আইস ও ১ হাজার ৩০০ পিস ইয়াবাসহ রুবেল ও সুজনকে গ্রেফতার করে পুলিশ।
তিনি আরও বলেন, পুলিশের রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা যায়— গ্রেফতার রুবেলের নামে আদাবর, শেরেবাংলা নগর, দারুসসালাম, ধানমন্ডি, শাহবাগ ও মোহাম্মদপুর থানায় ৬টি ও সুজনের নামে মোহাম্মদপুর, মিরপুর মডেল ও আদাবর থানায় ৬টি মামলা রয়েছে। এবার আইস ও ইয়াবাসহ গ্রেফতার হওয়ায় তাদের নামে আরও একটি মামলা যুক্ত হলো।
বাংলা৭১নিউজ/এআর