বাংলা৭১নিউজ, ঢাকা: বিপিএলের নবম ম্যাচে আজ মুখোমুখি হয়েছে ঢাকা ডায়নামাইটস ও রংপুর রাইডার্স। মিরপুর শেরে-ই-বাংলা ক্রিকেটে স্টেডিয়ামে টস জিতে ঢাকাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় রংপুর।
শুরুতে ব্যাট করতে নেমে মোসাদ্দেক ঝড়ে নিধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭০ রান করে ঢাকা ডায়নামাইটস। বিপিএলের চলতি আসরে এখন পর্যন্ত এটাই দলীয় সর্বোচ্চ সংগ্রহ। জিততে হলে এই রান তাড়া করতে হবে রংপুর রাইডার্সকে।
ঢাকার হয়ে ব্যাট করতে নেমে শুরুতেই ঝড়ের আভাস দেন এবার দারুণ ফর্মে থাকা ওপেনার মেহেদী মারুফ। সোহাগ গাজীর করা প্রথম ওভারের প্রথম বলেই ওভার বাউন্ডারী হাঁকান তিনি। পরের বলে আবারও চার। কিন্তু তৃতীয় বলেই শহীদ আফ্রিদির হাতে ক্যাচ হয়ে সাজঘরে ফিরে যান মেহেদী মারুফ।
তবে মারুফ ফিরলেও এর পরের শুরুটা দুর্দান্ত হয়েছে ঢাকার। নাসির ও সাঙ্গাকারা মিলে গুরুত্বপূর্ণ এক জুটি গড়ে তোলেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় ৬৯ রানের দারুণ এক জুটি পায় ঢাকা। কিন্তু নাসির আরও বেশি আক্রমনাত্মক হয়ে উঠার আগে তাকে ফেরান শহীদ আফিদি। আফ্রিদির বলে রুবেলের হাতে ক্যাচ হওয়ার আগে ৩৩ বলে ৬ চারের সাহায্যে ৩৮ রানের একটি ইনিংস উপহার দেন নাসির। এরপর আফ্রিদির একই ওভারে ০ রানে এলবিডব্লিউর ফাঁদে পড়ে মাঠ ছাড়েন রবি বোপারা।
২৭ বলে ২৯ রান করে আউট হন লঙ্কান প্রাক্তন অধিনায়ক কুমার সাঙ্গাকারা। তবে ঢাকার হয়ে শেষ সময়ে ঝড় তুলেন মোসাদ্দেক হোসেন সৈকত। ২৮ বল মোকাবেলা করে ৭ চার ২ ছক্কায় ৪৮ রানের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসটি খেলেন তিনি। এছাড়া ডোয়াইন ব্রাভো ১৩ এবং সেকুজে প্রসন্ন সমান সংখ্যক রান করেন।
রংপুরের হয়ে দুটি করে উইকেট নেন সোহাগ গাজী ও শহীদ আফ্রিদি। একটি করে উইকেট পান দাউসন ও আরাফাত সানী।
এবারের আসরে এখনপর্যন্ত দুই ম্যাচের দুটিতেই জিতে লিগ টেবিলের শীর্ষে রয়েছে রংপুর। আর দুই ম্যাচের একটিতে জয় ও অপরটিতে হেরে পয়েন্ট টেবিলের তিনে রয়েছে তারকাসমৃদ্ধ ঢাকা।
এটি রংপুর ও ঢাকার তৃতীয় ম্যাচ।
ঢাকা ডায়নামাইটস : সাকিব আল হাসান, কুমার সাঙ্গাকারা, মেহেদি মারুফ, ডোয়েন ব্রাভো, নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ শহীদ, আলাউদ্দিন বাবু, সানজামুল ইসলাম, রবি বোপারা, সেকুজে প্রসন্ন।
রংপুর রাইডার্স : নাঈম ইসলাম, শহীদ আফ্রিদি, সোহাগ গাজী, সৌম্য সরকার, রুবেল হোসেন, আরাফাত সানি, লিয়াম দাউসন, রিচার্ড গ্লিসন, মোহাম্মদ মিথুন, মোহাম্মদ শাহজাদ ও মুক্তার আলী।
বাংলা৭১নিউজ/সি