বাংলা৭১নিউজ,বাগেরহাট প্রতিনিধি: মোল্লাহাটে জেলা বিএনপির সহ-সভাপতি ইঞ্জিনিয়র মাসুদ রানার নেতৃত্বে দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে লিফলেট বিতরনে বাঁধার অভিযোগ উঠেছে।
ইঞ্জিনিয়র মাসুদ রানা বলেন, রবিবার দুপুরে মোল্লাহাট উপজেলার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরন কালে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের চারদিক থেকে ঘিরে ধরে লিফলেট ছিনিয়ে নেয়। এসময়ে আমি সহ আমার সাথে থাকা নেতাকর্মীদের মারধর ও লাঞ্চিত করা হয়। লিফলেট বিতরন কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা বিএনপির সহ-সভাপতি জামাল শিকদার, বিএনপি নেতা লিপু চৌধুরী, যুবদল নেতা হেদায়েত হোসেন, তৌহিদুল ইসলাম, ছাত্রদল নেতা জিয়াউর রহমান, মুরাদ চৌধুরী প্রমুখ ।
মোল্লাহাট উপজেলা যুবলীগের সভাপতি সেলিম রেজা বলেন, ইঞ্জিনিয়র মাসুদ রানা সরকার বিরোধী লিফলেট বিতরন করার সময় এলাকাবাসি ধাওয়া দিলে তিনি পালিয়ে যান।
মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ(ওসি) খায়রুল আনাম বলেন, এধরনের কোন ঘটনা তার জানা নেই।
বাংলা৭১নিউজ/জেএস