বাংলা৭১নিউজ,বাগেরহাট প্রতিনিধি: শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে স্পট মিটারিং কার্যক্রম শুরু করেছে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি।
আজ সকালে উপজেলার সন্ন্যাসী বাজারে এ কার্যক্রমের উদ্বোধন করেন পল্লী বিদ্যুৎ মোরেলগঞ্জ জোনের ডিজিএম মোঃ জুলপিকার রহমান।
এ সময় তিনি বলেন, এ কার্যক্রমের মাধ্যমে গ্রাহক এক পয়েন্টের ওয়ারিং কাজ শেষে প্রয়োজনীয় কাগজপত্রসহ সরকার নির্ধারিত ফি জমা দিলেই তাৎক্ষনিক মিটার সহ বিদ্যুৎ সংযোগ দেয়া হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাউলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মাষ্টার আবুল খায়ের হাওলাদার, এজিএম আবু ছাইদ মোহাম্মদ খায়রুল আলম, সহকারী জুনিয়র ইঞ্জিনিয়র পলাশ রক্ষিত ও ওয়ারিং অফিসার মোঃ আব্দুল হাই।
উদ্বোধনের প্রথম দিনই সন্ন্যাসী বাজার এলাকায় ১২৬ জন গ্রাহক তাৎক্ষনিক বিদ্যুৎ সংযোগ নিয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস