বাগেরহাটের মোরেলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। পূর্ব চিপা বারইখালী গ্রামের সাইদুর রহমান হাওলাদারের ছেলে নজরুল ইসলাম হাওলাদার (৪০) নিজ ঘরে বিদ্যুৎ সংযোগের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন। দ্রুত তাকে পার্শ্ববর্তী শরণখোলা হাসপাতালে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত নজরুল ইসলামের এক ছেলে, এক মেয়ে ও স্ত্রী রয়েছে।
থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, যেহেতেু শরণখোলা হাসপাতাল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে সেহেতু ওই থানায় অপমৃত্যু মামলা ও পরবর্তী আইনগত কার্যক্রম সম্পন্ন হবে।
বাংলা৭১নিউজ/এএম