বাংলা৭১নিউজ,বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে জমাজমি সংক্রান্ত বিরোধের জেরে ভাগিনার আঘাতে অবসর প্রাপ্ত সেনা সদস্য নিহত। শনিবার দুপুরে উপজেলার তেলীগাতি গ্রামে এ হতাহতের ঘটনা ঘটে। ঘটনার পর বিকেলে মোরেলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে বাগেরহাট মর্গে পাঠিয়েছে।
নিহত সেনা সদস্য মোরেলগঞ্জ উপজেলার তেলীগাতি গ্রামের চাঁনমিয়া মোড়লের ছেলে নুরুল হক মোড়ল (৫৬)।
প্রত্যক্ষ দর্শিরা জানায় দুপুরে দক্ষিন তেলীগাতি গ্রামের বাইজিদ খানের ছেলে ভাগিনা মেহেদী হাসান ছাইদ(২৫) জমা জমির দাবীতে মামা নুরুল হককে মারধর করে। এতে নুরুল হক অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষনিক বাগেরহাট সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মুত ঘোষনা করে।
মোরেলগঞ্জ থানা ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, জমাজমি সংক্রান্ত বিরোধের জেরে ভাগিনার আঘাতেই অবসর প্রাপ্ত সেনা সদস্য নিহত হয় বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। নিহতের শরীরে আঘাতের চিহৃ পাওয়া গেছে। ঘাতক ছাইদুলকে আটকের জন্য এলাকায় অভিযান চলছে।
বাংলা৭১নিউজ/জেএস