বাংলা৭১নিউজ, ঢাকা: প্রায় ৩৭ ঘণ্টা স্থগিত থাকার পর আজ মঙ্গলবার সকাল থেকে দেশের টুজি, থ্রিজি ও ফোরজি মোবাইল নেটওয়ার্ক সেবা পুনরায় চালু করা হয়েছে।
মোবাইল ফোন অপারেটর সূত্র জানায়, আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার পর থেকে ইন্টারনেট সেবা পুনরায় চালু করতে নির্দেশ দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) জাকির হোসেন খান বার্তা সংস্থা ইউএনবিকে বলেন, ‘গত ৩০ ডিসেম্বর (রোববার) রাত সাড়ে ৯টা থেকে টুজি, থ্রিজি ও ফোরজি মোবাইল ইন্টারনেট সেবা স্থগিত করে বিটিআরসি।’ এ সময় মানুষ মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করতে পারেনি।
তিনি আরো বলেন, ‘বিটিআরসি নির্দেশনা অনুযায়ী মোবাইল অপারেটররা মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে ডাটা চালুর কার্যক্রম শুরু করেছে।’ সূত্র: এনটিভি অনলাইন।
বাংলা৭১নিউজ/জেএস