কী বলবেন এমন কাজকে! ‘বিনাশ কালে বিপরীত বুদ্ধি’ নাকি ‘বিজ্ঞানের অপব্যবহার’! এক স্কুল পড়ুয়া নিজের লেখাপড়ায় মন না দিয়ে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে হত্যা করার হুমকি দিয়েছিল।
সেই নাবালক ছেলেটির দাবি ছিল, যে কোনও মুহূর্তে দেশের এই দুই হাই-প্রোফাইল রাজনীতিবিদের হত্যা সংগঠিত হবে! এমনই হুমকি ভরা ই-মেল একটি সংবাদমাধ্যমের অফিসে পাঠানোও হয়েছিল।
অবশেষে আজ শুক্রবার (৭ এপ্রিল) সেই ই-মেল প্রেরকের খোঁজ পেয়েছে নয়ডা পুলিশ। জানা যায়, এক স্কুলছাত্রই মোদী ও যোগীর প্রাণনাশের হুমকি দিয়েছিল। তাকে গ্রেফতার করে জুভেনাইল মামলা দায়ের করা হয়েছে।
বাংলা৭১নিউজ/সূত্র: জি২৪ঘন্টা অনলাইন