সোমবার, ০৬ মে ২০২৪, ১০:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ ছয় মাসে রাজস্ব আহরণ বেড়েছে ১৩.৯ শতাংশ: অর্থমন্ত্রী সোনার দাম আরও বাড়লো ব্যর্থতা ঝেড়ে বিশ্বকাপ রঙিন করার প্রত্যাশা জ্যোতির পালিয়ে বাংলাদেশে এলেন আরও ৮৮ বিজিপি সদস্য এবি ব্যাংক পিএলসি যশোরে স্মার্ট কার্ডে নারী উদ্যোক্তা ঋণ স্মরণে বঙ্গবন্ধু ঢাকায় আইওএম মহাপরিচালক অ্যামি পোপে তীব্র তাপপ্রবাহের পর হবিগঞ্জে ঝড়-শিলাবৃষ্টি গুচ্ছের বি ইউনিটের ফল প্রকাশ তাপপ্রবাহ এবারই শেষ নয়, প্রস্তুতি শুরুর পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর হাওরের প্রায় শতভাগ বোরো ধান কাটা শেষ ২৪ ঘণ্টায়ও নেভেনি সুন্দরবনের আগুন, সময় লাগবে ২-৩ দিন যুক্তরাষ্ট্র থেকে দেশে দেশে ছড়িয়ে পড়ছে ইসরায়েলবিরোধী বিক্ষোভ সরকারি সফরে অস্ট্রেলিয়া গেলেন বিমান বাহিনী প্রধান সরকার তৃণমূল মানুষের উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে : প্রতিমন্ত্রী সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে ক্র্যাবের মানববন্ধন উপজেলা নির্বাচনও বর্জন করুন: রিজভী গ্যাস পাচ্ছেন গোপালগঞ্জবাসী অপারেশনের নামে হাত-পা কেটে পৈশাচিক আনন্দ পেতেন মিল্টন সমাদ্দার আশ্রমকাণ্ডে দায় এড়াতে পারেন না মিল্টনের স্ত্রী

মোদী বনাম মমতা, আজ দুই রথীর ‘যুদ্ধ’

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ৩ এপ্রিল, ২০১৯
  • ৯৩ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ডেস্ক: আজ বুধবার একইদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় ভোট প্রচারে নামতে চলেছেন। যদিও অন্ধ্রপ্রদেশ থেকে মুখ্যমন্ত্রী সপ্তদশ লোকসভা ভোটের প্রচার শুরু করে দিয়েছেন। মোদিও নানা রাজ্য ঘুরে এবার একদিনে উত্তর ও দক্ষিণবঙ্গে দুটি জনসভা করবেন। শিলিগুড়ির সভা সেরে যখন মোদি ব্রিগেড সমাবেশে হাজির হবেন, ততক্ষণে কোচবিহারের দিনহাটায় তাঁর জবাব দিতে শুরু করবেন তৃণমূল নেত্রী স্বয়ং। লক্ষণীয়, এবার ভোটযুদ্ধে সম্মুখ সমরে মোদি-মমতা। সেই দ্বৈরথের আনুষ্ঠানিক সূচনা নজর কাড়তে চলেছে গোটা বাংলার। আগ্রহের পারদ চড়ছে তামাম দেশেও। 

জাতীয় রাজনীতিতে সরাসরি মোদিকে চ্যালেঞ্জ জানিয়েছেন মমতা। কেন্দ্রে বিকল্প ‘ইউনাইটেড ইন্ডিয়া সরকার’ গড়ার লক্ষ্য তিনি স্পষ্ট করে দিয়েছেন। রাজ্যে ৪২টি লোকসভা আসনের সবক’টি জেতার টার্গেট দলীয় কর্মীদের দিয়েছেন তিনি। ঘটনাচক্রে দেশের আর কোনও বিরোধী আঞ্চলিক দল নেই, যারা নিজের রাজ্যে একক শক্তিতে ওই সংখ্যক আসনকে নিশানা করতে পারে। স্বভাবতই, বিরোধী শিবিরের স্বাভাবিক নেত্রী মমতা। গত লোকসভা ভোটে একক সংখ্যাগরিষ্ঠ বিজেপি গত পাঁচ বছর কিছু ব্যতিক্রম ছাড়া একের পর এক নির্বাচনে পর্যুদস্ত হয়েছে।

মোদির যে হাওয়ায় ভর দিয়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ক্ষমতায় বসেছিল, যত দিন গিয়েছে, তা নিস্তেজ হয়ে পড়েছে। প্রতিষ্ঠান বিরোধিতায় ভর করে এমনকী গোবলয় থেকেও মোদি ম্যাজিক ক্রমে ফিকে হয়ে পড়ছে। সেই ধারা অব্যাহত থাকলে লোকসভায় একক গরিষ্ঠতা দূরে থাক, ক্ষমতায় ফেরাই কঠিন হয়ে পড়বে। সেই আশঙ্কা থেকেই বাংলা, ওড়িশা সহ উত্তর-পূর্বাঞ্চলের দিকে বাড়তি নজর দিয়েছে গেরুয়া বাহিনী। যার জেরে মোদি-অমিত শাহরা দলের আসনসংখ্যা বাড়াতে মরিয়া।

যদিও রাজ্যে সাংগঠনিকভাবে দুর্বল বিজেপির কাছে দিল্লি দখলের স্বপ্নপূরণে মোদিকে দিয়ে প্রচারের ঝড় তোলা ছাড়া কোনও পথ খোলা নেই। পাক জঙ্গি ঘাঁটি আক্রমণের বিষয়ে সেনাবাহিনীর সাফল্য থেকে অনুপ্রবেশ, এনআরসি, নাগরিকত্ব সংশোধনী ইত্যাদি সামাজিক বিভাজনের তাস ইতিমধ্যেই দেখাতে শুরু করেছে বিজেপি। যেনতেন প্রকারে মোদিদের বাংলায় আসন সংখ্যা বাড়াতে হবে। কেননা, সংসদে ঘাটতি মেটানোর পাশাপাশি মমতাকেও দুর্বল করাটাও বিজেপির লক্ষ্য। তাই কোটি কোটি টাকা ব্যয়ে অস্থায়ী ছাউনি বানানো হয়েছে ব্রিগেডের জন্য।

তৈরি মমতাও। দলের ইস্তাহার প্রকাশ করেই বুঝিয়ে দিয়েছেন তাঁর এবারের নির্বাচনী অভিযান দিল্লির উদ্দেশে। নোটবন্দি, জিএসটি নিয়ে অব্যবস্থা, যুক্তরাষ্ট্রীর কাঠামোকে অবজ্ঞা আর জাত-পাত-ধর্মের নামে অশান্তি তৈরিতে দুষ্ট বলে মোদি জমানাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন মমতা। অবশ্য মমতা মনে করেন, মোদি সরকারের মেয়াদ শেষ। মঙ্গলবার নবান্ন থেকে বের হওয়ার মুখে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোদির সভার প্রসঙ্গ স্বভাবসিদ্ধ ভঙ্গিতে উড়িয়ে দেন তিনি। কোনও মতেই মোদিকে বাড়তি গুরুত্ব দিতে নরাজ তৃণমূল নেত্রী।

মোদীর সভা প্রসঙ্গে ইতোপূর্বে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ”কোনও অঙ্কেই আর বিজেপি ক্ষমতায় আসতে পারছে না। এই বিষয়ে আমি ১০০ শতাংশ নিশ্চিত।”

প্রসঙ্গত, ঘটনাচক্রে একই দিনে মোদির সভার ১৭৫ কিলোমিটার দূরে, দিনহাটায় জনসভা করবেন মমতা। তাঁর মতে, দলের পরিকল্পনা অনুসারে তাঁর উত্তরবঙ্গ সফরসূচি তৈরি হয়েছে। মোদিকে জবাব দেওয়ার জন্য সূচি বদলেছে, এমনটা নয়। কেননা জবাব তাঁর তৈরি, কলকাতায় থাকলে সেখানেই তা দিতে পারতেন।

বাংলা৭১নিউজ/এবি

 

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com