বাংলা৭১নিউজ, ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের পাওনা ঋণের একটা উল্লেখযোগ্য অংশ পরিশোধ করেছে ভারত সরকার। ভারতের প্রধানমন্ত্র্রী নরেন্দ্র মোদি তেহরান সফরে আসার আগে এ অর্থ পরিশোধ করল।
ইরান ভারতের কাছে তেলি বিক্রি বাবদ ৬৪০ কোটি ডলার পাবে। এর মধ্যে ১২৫ কোটি ডলার সমপরিমাণ অর্থ পরিশোধ করেছে নয়াদিল্লি। ইরানের ওপর মার্কিন নেতৃত্বাধীন নিষেধাজ্ঞা থাকার সময় ভারত ইরানের কাছ থেকে বাকিতে যে তেল কিনেছিল এখন সেই দেনা পরিশোধ করতে হচ্ছে।
ইরানের প্রেস টিভি জানিয়েছে, তুরস্কের হাল্ক ব্যাংকের সহায়তায় ইউরোর মাধ্যমে ভারত ইরানকে এ অর্থ দিয়েছে। গত চার বছরের মধ্যে এই প্রথম ভারত ইরানকে ইউরোর মাধ্যমে পাওনা পরিশোধ করল। গত ১৬ জানুয়ারি ইরানের ওপর থেকে পশ্চিমা নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়।
নরেন্দ্র মোদি আগামীকাল রোববার দু দিনের সফরে ইরান আসছেন। ধারণা করা হচ্ছে- তার এ সফরের সময় তেলের বকেয়া পাওনা পরিশোধের বিষয় নিয়ে আলোচনা করা হবে।
ঋণের বাকি টাকা পরিশোধের জন্য ইরানকে দিল্লির পক্ষ থেকে সে দেশের বিভিন্ন শিল্প কারখানায় বিনিয়োগের সুযোগ নেয়ার প্রস্তাব দেয়া হয়েছে বলে ভারতের মিডিয়া খবর দিয়েছে। তবে ইরান বলছে- ভারতকে ইউরোতে বাকি অর্থ পরিশোধ করতে হবে।
বাংলা৭১নিউজ/এমএস