বাংলা৭১নিউজ, নোয়াখালী প্রতিনিধি: ভারতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠককালে দেশের কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে নালিশ করিনি। রাজনীতি নিয়ে দেশে কথা বলবো, বিদেশে গিয়ে নয়। অথচ বিএনপি কথায় কথায় বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে। বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে জনগনের সাড়া না পেয়ে বিদেশিদের কাছে গিয়ে বারবার ধর্ণা দিচ্ছে। বিদেশিদের কাছে তারা সরকারের বিরুদ্ধে নালিশ করছে।
রোববার সকাল ১১টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চত্বরে ৪৯টি উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর ও ১১শ ৪০জন কৃষকের মাঝে নগদ টাকা, সার এবং বীজ বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বেগম খালেদা জিয়াকে দণ্ড দিয়েছে আদালত, মুক্তিও দিতে পারে আদালত। বিএনপির নেতারা একেকবার একেক ইস্যু নিয়ে মিথ্যাচার করছে। বেগম জিয়া অসুস্থ। মানবিক দিক থেকে সরকার যা যা করণীয় সব কিছু জেলকোড অনুযায়ী চিকিৎসা করার ব্যবস্থা নিচ্ছে। শারীরিক অবনতি হলে সেটাও সক্রিয় বিবেচনা করা হবে। আওয়ামী লীগের এখানে কিছুই করণীয় ছিল না। আদালতে ১০ বছরএ মামলা চলেছে।
তিনি বলেন, খালেদা জিয়া সময় ক্ষেপণ করে ১৫২ দিন তিনি আদালতে হাজিরা দেননি। কিন্তু খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি আজও অশুভ রাজনীতি শুরু করে দিয়েছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, নোয়াখালীর জেলা প্রশাসক মো. মাহবুব আলম তালুকদার, পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামিরুল ইসলাম,সহকারী কমিশনার (ভূমি) মো. মাহফুজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী, নোয়াখালী পল্লী বিদ্যুতের জিএম প্রমুখ।
বাংলা৭১নিউজ/জেএস