শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৮:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মালয়েশিয়ায় ১৩২ বাংলাদেশি গ্রেফতার ডুমুরিয়ায় অস্তিত্ব সংকটে ৭ নদী জাপানে শক্তিশালী ৬.৫ মাত্রার ভূমিকম্প রাস্তা পারাপারের সময় দ্রুত গতির বাসচাপায় নারী নিহত রোববার থেকে ফের তিনদিনের হিট অ্যালার্ট জারি হতে পারে দাবদাহে ঢাকায় উৎপাদনশীল খাতে বছরে ক্ষতি ২৭০০ কোটি ডলার ঘুমন্ত হেলপারকে পুড়িয়ে হত্যা: একজনের দায় স্বীকার, দুজনের রিমান্ড ভারতীয় মসলায় ক্যানসারের উপাদান: তথ্য সংগ্রহ করছে যুক্তরাষ্ট্র দেশে আলাদা ফরেনসিক বিশ্ববিদ্যালয় এখন সময়ের দাবি : সিআইডি প্রধান গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পাচ্ছে ২৯ প্রতিষ্ঠান নিরাপদ খাদ্য উৎপাদনের আহ্বান প্রাণিসম্পদ মন্ত্রীর চট্টগ্রামে ৪৮ ঘণ্টা পরিবহন ধর্মঘটের ডাক ৩ মাসে গ্রামীণফোনের আয় ৩৯৩২ কোটি টাকা, গ্রাহক বেড়েছে ১০ লাখ পাঁচদিনে সোনার দাম কমলো ৬৪৯৭ টাকা প্রবাসীদের বৈধপথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান প্রতিমন্ত্রীর ঢাকায় দিনে-দুপুরে জুয়েলারি ব্যবসায়ীর সর্বস্ব লুট বনানীতে যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন হাসপাতালে ডাক্তার না থাকায় অনেককে শোকজ করা হয়েছে বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু ভুয়া তথ্য ছড়িয়ে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের প্রভাবিত করতেন তারা

মোদিকে ফোন করে মধ্যস্থতার প্রস্তাব পুতিনের

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ১ মার্চ, ২০১৯
  • ১১৯ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ডেস্ক: ভারত-পাকিস্তানের চলমান উত্তাপ নিরসনের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় বৃহস্পতিবার এই ফোনালাপ হয় বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।

ফোনালাপে ভ্লাদিমির পুতিন আশা করেন, শিগগিরই প্রতিবেশী এই দুই দেশের চলমান উত্তেজনার নিরসন হবে। এ জন্য তিনি রাশিয়ার মধ্যস্থতার প্রস্তাব দেন নরেন্দ্র মোদিকে। বিশাল বাজেটের সামরিক অস্ত্র ক্রয় নিয়ে সাম্প্রতিক সময়ে রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক ভালো যাচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

রাশিয়ার বার্তা সংস্থা তাসের উদ্ধৃতি দিয়ে ডন বলছে, পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লাভরভের কাছে জানতে চাওয়া হয়, রাশিয়া কখন পাকিস্তান ও ভারতের মধ্যে মধ্যস্থতা করতে চায়? জবাবে লাভরভ বলেছেন, ‘অবশ্যই তখন, যখন তারা চাইবে।’ এরপর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জেখারোভা বলেন, ‘এ বিষয়ে মস্কো যেকোনো কিছু করতে প্রস্তুত।’

জেখারোভা আরও বলেন, ‘আমরা পাকিস্তান ও ভারতের মধ্যকার চলমান উত্তেজনা সম্পর্কে অবগত। নিয়ন্ত্রণরেখার (লাইন অব কন্ট্রোল) কাছে দেশ দুটির সেনাবাহিনী মুখোমুখি অবস্থান নিয়েছে। যেকোনো সময়ে প্রত্যক্ষ যুদ্ধ লেগে যেতে পারে।’

এর আগে বুধবার চীনে এক অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে সাক্ষাৎ হয় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লাভরভের। তখন সুষমার সঙ্গে লাভরভ আশা করেন, সংলাপই এই উত্তেজনার একমাত্র সমাধান।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় ১৪ ফেব্রুয়ারি আত্মঘাতী হামলায় অন্তত ৪২ জন ভারতীয় আধা সামরিক বাহিনীর জওয়ান নিহত হন। পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মুহাম্মদ এই হামলার দায় স্বীকার করে বলে ভারতের দাবি। পুলওয়ামা হামলার জবাব দিতেই গত মঙ্গলবার ভোরে পাকিস্তানের ভেতরে ঢুকে অভিযান চালায় ভারত।

এতে ৩০০ জঙ্গি নিহত হয় বলে দাবি ভারতের। এরপর বুধবার দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি বিমান হামলার ঘটনা ঘটে। যাতে ভারতের দুটি ও পাকিস্তানের একটি বিমান ভূপাতিত হয়েছে বলে পরস্পরের দাবি। একই ঘটনায় পাকিস্তানের হাতে বন্দী হন ভারতীয় যুদ্ধবিমানের এক পাইলট।

বাংলা৭১নিউজ/এমই

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com