সোমবার, ০৬ মে ২০২৪, ০৫:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিবিড়ভাবে কাজ করতে হবে একীভূত হবে না ন্যাশনাল ব্যাংক, নিজেরাই সবল হতে চায় প্রাথমিকে মঙ্গলবার থেকে স্বাভাবিক রুটিনে ক্লাস রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের সাক্ষাৎ ধামরাই ঝড়ে টিনের চালা ভেঙে পড়ে দুই নিরাপত্তারক্ষী নিহত হিলি দিয়ে ১০ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি মাঠে কাজ করছিলেন স্বামী, খাবার দিতে গিয়ে বজ্রপাতে গৃহবধূ নিহত ফিল্ডিংয়ে বাংলাদেশ, ম্যাচ শুরু হবে ১৫ মিনিট দেরিতে এবার রাফাহ খালি করার নির্দেশ ইসরায়েলের হবিগঞ্জে বজ্রপাতে নারীসহ ২ জনের মৃত্যু জ্বালানি তেলের দাম বাড়ল রূপালী ব্যাংকে হিসাব খোলার মাইলফলক উদযাপন রোহিঙ্গা গণহত্যা মামলায় সহযোগিতার জন্য ওআইসি সদস্যদের প্রতি আহ্বান বাংলাদেশে ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছেন শেখ হাসিনা ‘আওয়ামী লীগের আমলে কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড হয়নি’ কক্সবাজারে পাহাড়ি ছড়ায় গোসলে নেমে দুই শিশুর মৃত্যু মিল্টনের আশ্রমের দায়িত্ব নিলো শামসুল হক ফাউন্ডেশন জেরুজালেমে আল জাজিরার কার্যালয়ে ইসরায়েলের অভিযান বিদেশ যাওয়ার অনুমতি পেলেন বিএনপি নেতা আমান সিরিয়াল অনুযায়ী মামলার শুনানি হবে: প্রধান বিচারপতি

মোদিকে ‘প্রাইম টাইম মিনিস্টার’ বলে কটাক্ষ রাহুলের

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৩০৮ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ডেস্ক:পুলওয়ামা হামলার খবর পেয়েও ফিল্মের শুটিংয়ে মগ্ন ছিলেন মোদি। এমনই অভিযোগে বৃহস্পতিবার সরব হয়েছিলেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা। এবার টুইট করে নরেন্দ্র মোদিকে তীব্র কটাক্ষ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। শুক্রবার টুইট করে প্রধানমন্ত্রীকে ‘প্রাইম টাইম মিনিস্টার’ বলে তোপ দাগলেন কংগ্রেস সভাপতি।

তিনি আরও লেখেন, ‘দেশের শহিদ জওয়ানদের পরিবার যখন শোকের সাগরে ডুবে ছিলেন তখন প্রধানমন্ত্রী হাসতে হাসতে নদীতে শুটিংয়ে ব্যস্ত ছিলেন।’

প্রসঙ্গত, পুলওয়ামা হামলার দিন, হামলার খবর জানার পরও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জিম করবেট ন্যাশনাল পার্কে একটি ডকুমেন্টারির জন্য শুটিং করছিলেন। বিস্ফোরক অভিযোগ আনে কংগ্রেস। হাটে হাঁড়ি ভাঙার জন্য কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা প্রধানমন্ত্রীর শুটিং করার একটি ছবি প্রকাশ করেন। সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, “যে সময় গোটা দেশ শোকে কাতর, সেসময় প্রধানমন্ত্রী নিজেকে জনপ্রিয় করে তোলার জন্য জিম করবেট ন্যাশনাল পার্কে সন্ধে পর্যন্ত শুটিং করছিলেন। ক্যামেরাম্যানদের সঙ্গে বোটিং করছিলেন। পুলওয়ামার হামলা হয় বিকেল ৩টের সময়।

 

 

অথচ, প্রধানমন্ত্রী সন্ধে ৬টা ৪০ পর্যন্ত প্রমোশোনাল ভিডিও শুট করছিলেন। গোটা দেশের তখন খাবার খাওয়ার ইচ্ছেই নষ্ট হয়ে গিয়েছিল,অথচ প্রধানমন্ত্রী সন্ধেবেলায় সময় চা, সিঙাড়া খাচ্ছিলেন। পুরোপুরি লজ্জাজনক। যখন গোটা দেশ দুঃখপ্রকাশ করছিল, তখন প্রধানমন্ত্রী শুটিং করছিলেন, আর কোথাও পাবেন এমন প্রধানমন্ত্রী?” এ বিষয়ে প্রমাণ হিসেবে স্থানীয় সংবাদমাধ্যমগুলির রিপোর্টকে তুলে ধরেন কংগ্রেস মুখপাত্র।

স্থানীয় সংবাদমাধ্যমগুলিতে প্রকাশিত খবর অনুযায়ী, ওই দিন সন্ধে পর্যন্ত জিম করবেট ন্যাশনাল পার্কে ‘ডিসকভারি’ চ্যানেলের জন্য একটি ডকুমেন্টরি শুট করছিলেন। সুরজেওয়ালার কটাক্ষ, “প্রধানমন্ত্রী নিজেকে কুমিরদের মধ্যে জনপ্রিয় করে তোলার চেষ্টা করছিলেন।”

এমন বিস্ফোরক অভিযোগ জাতীয় রাজনীতি তোলপাড় হওয়ার পর এদিন মাইক্রোব্লগিং সাইটে বোমা ফাটান রাহুল গান্ধী। আসরে নেমে টুইট করেন তিনি। টুইটে লেখেন, ‘পুলওয়ামায় জওয়ানদের মৃত্যুর খবর জেনে তিন ঘণ্টা পরও ফিল্মের শুটিং করছিলেন প্রাইম টাইম মিনিস্টার। দেশের শহিদ জওয়ানদের পরিবার যখন শোকের সাগরে ডুবে ছিলেন তখন প্রধানমন্ত্রী হাসতে হাসতে নদীতে শুটিংয়ে ব্যস্ত ছিলেন।’

একইসঙ্গে প্রধানমন্ত্রীকে আক্রমণ শানিয়েছেন বসপা সুপ্রিমো মায়াবতীও। টুইট করেছেন, ‘সেনাকে পূর্ণ স্বাধীনতা ও নিজের বুকে আগুন জ্বলছে জুমলেবাজি করে কর্তব্য থেকে পালানোর চেষ্টা করছেন প্রধানমন্ত্রী।’

বাংলা৭১নিউজ/সূত্র: সংবাদ প্রতিদিন অনলাইন

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com