বাংলা৭১নিউজ,ডেস্ক:পুলওয়ামা হামলার খবর পেয়েও ফিল্মের শুটিংয়ে মগ্ন ছিলেন মোদি। এমনই অভিযোগে বৃহস্পতিবার সরব হয়েছিলেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা। এবার টুইট করে নরেন্দ্র মোদিকে তীব্র কটাক্ষ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। শুক্রবার টুইট করে প্রধানমন্ত্রীকে ‘প্রাইম টাইম মিনিস্টার’ বলে তোপ দাগলেন কংগ্রেস সভাপতি।
তিনি আরও লেখেন, ‘দেশের শহিদ জওয়ানদের পরিবার যখন শোকের সাগরে ডুবে ছিলেন তখন প্রধানমন্ত্রী হাসতে হাসতে নদীতে শুটিংয়ে ব্যস্ত ছিলেন।’
প্রসঙ্গত, পুলওয়ামা হামলার দিন, হামলার খবর জানার পরও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জিম করবেট ন্যাশনাল পার্কে একটি ডকুমেন্টারির জন্য শুটিং করছিলেন। বিস্ফোরক অভিযোগ আনে কংগ্রেস। হাটে হাঁড়ি ভাঙার জন্য কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা প্রধানমন্ত্রীর শুটিং করার একটি ছবি প্রকাশ করেন। সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, “যে সময় গোটা দেশ শোকে কাতর, সেসময় প্রধানমন্ত্রী নিজেকে জনপ্রিয় করে তোলার জন্য জিম করবেট ন্যাশনাল পার্কে সন্ধে পর্যন্ত শুটিং করছিলেন। ক্যামেরাম্যানদের সঙ্গে বোটিং করছিলেন। পুলওয়ামার হামলা হয় বিকেল ৩টের সময়।
অথচ, প্রধানমন্ত্রী সন্ধে ৬টা ৪০ পর্যন্ত প্রমোশোনাল ভিডিও শুট করছিলেন। গোটা দেশের তখন খাবার খাওয়ার ইচ্ছেই নষ্ট হয়ে গিয়েছিল,অথচ প্রধানমন্ত্রী সন্ধেবেলায় সময় চা, সিঙাড়া খাচ্ছিলেন। পুরোপুরি লজ্জাজনক। যখন গোটা দেশ দুঃখপ্রকাশ করছিল, তখন প্রধানমন্ত্রী শুটিং করছিলেন, আর কোথাও পাবেন এমন প্রধানমন্ত্রী?” এ বিষয়ে প্রমাণ হিসেবে স্থানীয় সংবাদমাধ্যমগুলির রিপোর্টকে তুলে ধরেন কংগ্রেস মুখপাত্র।
স্থানীয় সংবাদমাধ্যমগুলিতে প্রকাশিত খবর অনুযায়ী, ওই দিন সন্ধে পর্যন্ত জিম করবেট ন্যাশনাল পার্কে ‘ডিসকভারি’ চ্যানেলের জন্য একটি ডকুমেন্টরি শুট করছিলেন। সুরজেওয়ালার কটাক্ষ, “প্রধানমন্ত্রী নিজেকে কুমিরদের মধ্যে জনপ্রিয় করে তোলার চেষ্টা করছিলেন।”
এমন বিস্ফোরক অভিযোগ জাতীয় রাজনীতি তোলপাড় হওয়ার পর এদিন মাইক্রোব্লগিং সাইটে বোমা ফাটান রাহুল গান্ধী। আসরে নেমে টুইট করেন তিনি। টুইটে লেখেন, ‘পুলওয়ামায় জওয়ানদের মৃত্যুর খবর জেনে তিন ঘণ্টা পরও ফিল্মের শুটিং করছিলেন প্রাইম টাইম মিনিস্টার। দেশের শহিদ জওয়ানদের পরিবার যখন শোকের সাগরে ডুবে ছিলেন তখন প্রধানমন্ত্রী হাসতে হাসতে নদীতে শুটিংয়ে ব্যস্ত ছিলেন।’
একইসঙ্গে প্রধানমন্ত্রীকে আক্রমণ শানিয়েছেন বসপা সুপ্রিমো মায়াবতীও। টুইট করেছেন, ‘সেনাকে পূর্ণ স্বাধীনতা ও নিজের বুকে আগুন জ্বলছে জুমলেবাজি করে কর্তব্য থেকে পালানোর চেষ্টা করছেন প্রধানমন্ত্রী।’
বাংলা৭১নিউজ/সূত্র: সংবাদ প্রতিদিন অনলাইন