বাংলা৭১নিউজ,চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর কর্ণফুলী থানার মইজ্যারটেক এলাকায় একটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে তেলের ট্যাংকির ভিতরে অভিনব কায়দায় লুকিয়ে পাচারের সময় ২০ হাজার ইয়াবা উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এসময় আটক করা হয় মোটরসাইকেল আরোহী নূর হেলালকে (২৫)।
রোববার সন্ধ্যা রাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। আটক নূর হেলাল টেকনাফ উপজেলা সদরের ইলিয়াস মিয়ার ছেলে
বিষয়টি নিশ্চিত করে নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (বন্দর) আসিফ মহিউদ্দিন বলেন, মোটরসাইকেলের তেলের ট্যাংকটিকে দুই ভাগ করা হয়েছে। একভাগে তেল, আরেক ভাগে ইয়াবার চেম্বার। কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবাগুলো নিয়ে সরাসরি মোটরসাইকেল চালিয়ে নূর হেলাল চট্টগ্রাম নগরীতে আসছিলেন।
বাংলা৭১নিউজ/জে আর