বাংলা৭১নিউজ, নাটোর প্রতিনিধি: প্রতিদিন নাটোর শহরের ছায়াবানী হলের সামনে চলে মোটর সাইকেলের বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স চেকিং। এই পথ দিয়ে তাই কমে গেছে মোটর সাইকেল চলাচলের সংখ্যা। শনিবার বেলা ১২টায় হঠাৎ করেই ওই চেকিংস্পটে হাজির হন নাটোর-২ আসনের সাংসদ আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুল। কিছুক্ষণ পর দেখা গেল ট্রাফিক পুলিশের আগত মোটরসাইকেল চালকদের কাগজপত্র চেক করতে। যাদের কাছে বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেলো, কাছে এসে তাদের ফুল ও একটি করে হেলমেট দিলেন সাংসদ আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুল।
ট্রাফিক সপ্তাহ-২০১৮ উপলক্ষে জনসাধারনদের সচেতন করার অংশ হিসেবে আইন মেনে গাড়ি চালানোর পুরস্কার হিসেবে অভিনব এ কর্মসূচী পালন করেন সাংসদ শিমুল। শহরের ছায়াবানী ও মাদ্রাসামোড় এলাকায় ১০০ জন মোটরচালকদের উপহার হিসেবে এই হেলমেট প্রদান করেন তিনি।
শিমুল বলেন, ‘চলতি ট্রাফিক সপ্তাহে আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে মানুষজন বৈধ কাগজপত্র সহকারে রাস্তায় চলাচল করছে। এটি ভালো দিক। আইন মানার পুরস্কার হিসেবে তাদের হেলমেট উপহার দিয়েছি।’
এসময় জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মুর্ত্তোজা আলী বাবলু, যুব ও ক্রীড়া সম্পাদক মাসুদুর রহমান, ছাত্রলীগ সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, শহর ট্রাফিক পুলিশের পরিদর্শক বিকর্ণ কুমার চৌধুরী, খান মিনহাজ উদ্দীন তোহামিসহ অনান্যরা উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/জেএস