মহামারি করোনায় আন্তর্জাতিক বাণিজ্যের নেতিবাচক প্রভাব পড়েছে মোংলা কাস্টম হাউসে। মোংলা কাস্টম হাউজ বিদায়ী অর্থ বছরে ৫ হাজার ১৭৫ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ৩ হাজার ৯৭৫ কোটি টাকা। তবে, রাজস্ব আদায় গত (২০১৯- ২০) অর্থ বছরের চেয়ে এবার ৮২৬ কোটি টাকা বেশি আয় করেছে মোংলা কাস্টম হাউস।
মোংলা কাস্টম হাউসের কর্মকর্তারা বলছেন, সরকারি এই প্রতিষ্ঠানের রাজস্ব আয় এবং মুনাফা নির্ভর করে মোংলা সমুদ্র বন্দরে আমদানি ও রফতানি বাণিজ্যের উপর। বিদায়ী অর্থ বছরে (২০২০-২১) মোংলা বন্দরে সর্বোচ্চ ৯৭০ টি জাহাজ আগমনে নতুন রেকর্ড সৃষ্টির পাশাপাশি ১১৯ কোটি ৪৫ লাখ মেট্রিক টন পণ্য হ্যান্ডলিং (ওঠানামা) ও ১৪ হাজার ৪৪৭টি রিকন্ডিশন্ড গাড়ি খালাস হয়েছে। করোনার কারণে আন্তর্জাতিক বাণিজ্যের নেতিবাচক প্রভাবে মোংলা বন্দরে অন্যান্য পন্যের পাশাপশি রিকন্ডিশন গাড়ী আমদানীর লক্ষমাত্রা পূরণ না হওয়ায় মোংলা কাস্টম হাউসে রাজস্ব আদায়ে ধস নামে।
বিদায়ী অর্থ বছরে ৫ হাজার ১৭৫ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ৩ হাজার ৯৭৫ কোটি টাকা। তবে, রাজস্ব আদায় গত (২০১৯- ২০) অর্থ বছরের চেয়ে এবার ৮২৬ কোটি টাকা বেশি আয় করেছে মোংলা কাস্টম হাউস। মোংলা কাস্টম হাউস বিগত ২০১৯-২০২০ অর্থবছরে চার হাজার ৬৯২ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয় তিন হাজার ১৪৯ কোটি ৪৬ লাখ টাকা। ২০১৮-২০১৯ অর্থ বছরে ওই রাজস্ব আয় ছিলো তিন হাজার ২৩৮ কোটি ৩৪ লাখ টাকা।
মোংলা কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ হোসেন আহম্মেদ বলেন, করোনার প্রভাব পড়েছে বিশ্ব বাজারে চীন নির্ভর আমদানি-রফতানি কমেছে। এরা প্রভাব পড়েছে মোংলা বন্দরে। এছাড়া আমদানি করা রিকন্ডিশন গাড়ি আমদানি খাত হচ্ছে মোংলা কাস্টম হাউসের রাজস্ব আয়ের অন্যতম খাত। আমদানিকারকদের গাড়ি বিক্রি কমে যাওয়ায় নতুন করে গাড়ি আমদানি খুব বেশি হচ্ছে না। তাই গাড়ির খাতে যে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা আমরা নির্ধারন করেছিলাম সেটি অর্জন করা সম্ভব হয়নি। সব মিলিয়ে মোংলা কাস্টম হাউস লক্ষ্যমাত্রা অর্জন না করতে পারলেও রাজস্ব আদায় গত (২০১৯- ২০) অর্থ বছরের চেয়ে এবার ৮২৬ কোটি টাকা বেশি আয় করেছে।
বাংলা৭১নিউজ/এসএইচ