করেনাকালীন সময় বেকার হয়ে বসে থাকা অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ নৌ বাহিনী। শনিবার সকাল দশটায় বাসস্ট্যান্ডের পিকনিক কর্নার এলাকায় প্রায় ৩শ অসহায় ও গরীব মানুষের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
নৌবাহিনী খুলনা নেভাল এরিয়া এর উদ্যোগে বানৌজা মোংলায় কর্মরত সাঃ লেঃ জুয়েল চন্দ্র সরকারের তত্ত্বাবধানে বিএন ট্রাক- ১১৩ যোগে ৩০০ প্যাকেট ত্রাণসামগ্রী বিকরণ হরা হয়েছে। প্রতি প্যাকেটে চাল ৫ কেজি, ডাল ৫০০ গ্রাম, চিনি ১ কেজি, আলু ১ কেজি, তেল ১ কেজি ও লবণ-৫০০ গ্রাম। বাগেরহাট জেলার মংলা ও রামপাল মোংলা , বুড়িরডাংগা, ঝনঝনিয়া এলাকায় দুঃস্থ ও অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে।
বাংলা৭১নিউজ/জিকে